নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে কৌশলে ছয় লাখ হাতিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোর চক্রের সন্দেহভাজন সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ দুই লাখ টাকা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ইসলামী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয় চোরচক্র।
প্রথমে পাবনা জেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় চুরি হওয়া দুই লাখ টাকা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয় অন্য পাঁচজনকে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস। অবশিষ্ট চার লাখ টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃত চোরচক্রের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়িয়া মহন গ্রামের মৃত আসম মণ্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), কোতোয়ালি থানার মণ্ডলগাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোস্তফা মোল্লা (৬০), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দেউলপাড়ার মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন।