চুয়াডাঙ্গায় ২ লাখ টাকাসহ ৭ চোর গ্রেপ্তার
অপরাধ

চুয়াডাঙ্গায় ২ লাখ টাকাসহ ৭ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে কৌশলে ছয় লাখ হাতিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোর চক্রের সন্দেহভাজন সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ দুই লাখ টাকা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ইসলামী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয় চোরচক্র।

প্রথমে পাবনা জেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় চুরি হওয়া দুই লাখ টাকা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয় অন্য পাঁচজনকে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস। অবশিষ্ট চার লাখ টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত চোরচক্রের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়িয়া মহন গ্রামের মৃত আসম মণ্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), কোতোয়ালি থানার মণ্ডলগাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোস্তফা মোল্লা (৬০), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দেউলপাড়ার মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

শর্তসাপেক্ষে রাখাইনদের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডো...

পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনাম, ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনাম, ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের তৈ...

পাকিস্তানের সঙ্গে রেষারেষির মধ্যেই ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা

রবিবার (২৭ এপ্রিল) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী।...

২৮ এপ্রিল: সাদ্দাম হোসেন এর জন্মদিন

সাদ্দাম হোসেন আবদুল মাজিদ আল তিকরিতির জন্ম ১৯৩৭ সালের ২৮ এপ্রিল। তিনি ইরাকি শ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা