নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ওই যুবকের নাম রশিদ মিয়া (৩৫)। সে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মইদাম গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ওই গ্রামের বিজন মন্ডলের বাড়ির সামনে ঘটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রশিদকে এসিড নিক্ষেপ মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
ওই মেয়েটির বাবা জানান, আমি থানায় এসিড নিক্ষেপের মামলা করেছি এবং এর উপযুক্ত বিচার চাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে যুবক রশিদ মিয়া একটি মাইকের দোকানে কাজ করত। সে মেয়েদের দেখলেই তাদেরকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেয়েটি বাড়ি থেকে পার্শ্ববর্তী তার নানার বাড়িতে যাওয়ার পথে রশিদ উত্ত্যক্ত করে। সেসময় সে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে ইনজেকশনের সিরিঞ্জে রক্ষিত ব্যাটারীর এসিড ছুঁড়ে মারে। এতে এসিড তার মুখে না লেগে তার গায়ের ওড়নায় গিয়ে লাগে। এসময় কিশোরী মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রশিদ পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানা কর্মকর্তা জানান, রাতেই মেয়েটির বাবা মুকুল মিয়া রশিদ মিয়ার নামে থানায় এসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন। তাকে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।