নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৭) প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহ সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী সোমার সাবেক স্বামী শাহীন (৩৫) ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেনকে (৩৬) আটকের পর ধামরাই থানা পুলিশে সোর্পদ করেন এলাকাবাসী।
গ্রেপ্তারকৃত শাহীন মানিকগঞ্জ সদর উপজেলার বারাহীরচর গ্রামের বিশু বেপারীর ছেলে। তার বন্ধু মোয়াজ্জেম একই উপজেলার ফাঁড়িরচর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
ধামরাই থানার ভাপ্রোপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকাণ্ডে জড়িত সাংবাদিক জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী শাহিন ও তার বন্ধু মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় সাংবাদিক জুলহাস উদ্দিনের বোন রিনা আক্তার গ্রেপ্তারকৃত শাহীন ও মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।