আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় চোলাই মদসহ মিনি পিকআপ জব্দ ও একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রংপুর বিভাগে বাল্যবিবাহের হার ৬৮.৮
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে তল্লাশি চালিয়ে ১১৫২ লিটার চেলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ ফোর্স নীল রঙের একটি পিকআপ মাটিরাঙ্গা পৌরসভার সামনে পৌঁছালে গাড়িটি থামানোর জন্য চালককে সংকেত দেয়। তখন গাড়ির চালক গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে ঢাকা-চট্টগ্রামের অভিমুখে যেতে থাকে।
এরপর পিকআপটি মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর গাড়িটিকে আটক করা হয়।
আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন বিকেলে
অতঃপর গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের সাথে তাৎক্ষনিক পারিপার্শ্বিকতার মিল পাওয়ায় পুলিশ গাড়িটির চালক আইয়ুব আলীকে আটক করে এবং সাথে থাকা অপর ব্যক্তিটি দ্রুত পিকআপ থেকে লাফিয়ে পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে পিকআপটির চালক জানায়, তার নাম আইয়ুব আলী ও বয়স ৩৫ বছর। পলাতক আসামীর নাম আমিন (৪০), পিতা- জহির, সাং-কবরস্থান নতুন মসজিদের পাশে, ৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
জিজ্ঞাসাবাদে আসামি আরও জানায়, উক্ত মিনি পিকআপটির পেছনের বডিতে দেশীয় তৈরি চোলাই মদ রয়েছে।
আরও পড়ুন: সড়ক নিরাপত্তায় ৬ দফা বাস্তবায়ন করা হচ্ছে
আটককৃত আইয়ুব আলী (৩৫), পিতা-সুলতান মাহমুদ, মাতা-জাহানারা বেগম, সাং-প্রহর চান্দা, ৭নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে- থানা বাজার, ৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা- দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
পুলিশ পিকআপ তল্লাশী করে গাড়ির পিছনের বডিতে রয়েছে-
১) ২৪ টি নীল রংয়ের ছিপিযুক্ত প্লাস্টিকের গ্যালন ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ, যার প্রতি গ্যালনে ৩৫ লিটার সর্বমোট (২৪×৩৫)= ৮৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ।
২) ১৩ টি নীল রংয়ের প্লাস্টিকের পুরাতন ক্যারেট, যার প্রতিটির মধ্যে ২৪ টি মোট (১৩×২৪)=৩১২ টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ। প্রতিটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে ১ লিটার করে ৩১২ টি ব্যাগের মধ্যে ৩১২ (তিনশত বার) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সর্বমোট (৮৪০+৩১২)=১১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৮
৩) একটি রেজিঃ বিহীন নীল রঙের পুরাতন মিনি পিকআপ, যার ইঞ্জিন নং-অস্পষ্ট, চেচিস নং-অস্পষ্ট, যার অনুমান মূল্য দশ লক্ষ টাকা।
আরও জিজ্ঞাসাবাদে আসামি এবং পলাতকসহ দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে দেশীয় তৈরি চোলাই মদ মিনি পিকআপ গাড়িযোগে চট্টগ্রাম শহরে নিয়ে অজ্ঞাত মানুষের নিকট বিক্রয় করেন বলে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার বলেন, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সান নিউজ/এনজে