নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে ১০ কেজি গাঁজা ও দৌলতপুর ধান্যখোলা সীমান্তে পৃথক অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
সোমবার (৩১ আগস্ট) সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ১০ কেজি গাঁজা, দৌলতপুর বিজিবি পোস্টের সদস্যরা ১৮০ বোতল ফেনসিডিল এবং ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করেন।
আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। দৌলতপুর ও ধান্যখোলা সীমান্তের মাঠে ৩১৫ বোতল ফেনসিডিল জব্দের সময়ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যান।’
জব্দকৃত গাঁজা ও ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান উভয় ক্যাম্পের কমান্ডাররা।
সান নিউজ/ এআর