নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: অনুমোদন ছাড়া হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদানের দায়ে পাঁচজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর শেরেবাংলা সড়কে অভিযান চালিয়ে ওই প্রতারকচক্রকে আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আল-আমিন বাপ্পি, ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।
নগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের ডাক্তার দাবি করে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে প্রান্তিক পর্যায়ের মানুষকে ভুল বুঝিয়ে ভ্যাকসিন বিক্রি করে আসছিলেন।
অভিযুক্তদের মধ্যে আল-আমিন বাপ্পিকে ছয়মাস এবং বাকি চারজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সান নিউজ/ এআর