‘ধর্ষণ ও হত্যার শিকার কিশোরী’ জীবিত উদ্ধার, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপরাধ

‘ধর্ষণ ও হত্যার শিকার কিশোরী’ জীবিত উদ্ধার, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ: ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর ভিকটিম কিশোরীর জীবিত উদ্ধার হওয়ার ঘটনায় মামলার সাবেক তদন্তকারী কর্মককর্তা এসআই শামীম আল মামুনকে নারায়ণগঞ্জ সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান।

তিনি বলেন, মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা এসআই শামীমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে দুটি কমিটি কাজ করছে। তদন্তে যা উঠে আসবে, সেই আলোকে গাফিলতি থাকলে শাস্তি হবে।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, কিশোরী ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তির পর তার জীবিত ফিরে আসায় মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ মামলার রহস্য উদঘাটনে ও পুলিশের তদন্তে গাফিলতি ছিল না কি না, জানতে দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, তিন আসামি স্বীকারোক্তি দিলেও ভিকটিমের যেহেতু মৃতদেহ উদ্ধার হয়নি, তাই এটি হত্যা মামলায় পরিণত হয়নি।

এদিকে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা এবং তিন আসামির স্বীকারোক্তি দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

একটি তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটিম ও তার পরিবারের সসদ্যদের জবানবন্দি নিয়েছে। নিখোঁজের পর ওই কিশোরী ৫১ দিন কোথায় ছিল, কার টেলিফোনে পেয়ে সে ঘর থেকে বের হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

শহরের দেওভোগ এলাকার ১৫ বছর বয়সী কিশোরী গত ৪ জুলাই বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজ করে মেয়ের সন্ধান না পেয়ে একমাস পর ৬ আগস্ট থানায় অপহরণ মামলা করেন কিশোরীর বাবা। এ ঘটনায় কিশোরীর মায়ের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গত বছরের ৭ ও ৮ আগস্ট পুলিশ একই এলাকার রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে খলিল নৌকার মাঝি। গ্রেপ্তারের পর তিন আসামি দুই দফা রিমান্ড শেষে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেন।

তবে পরে ওই কিশোরী জীবিত উদ্ধার হলে পুলিশের তদন্ত ও রিমান্ড কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাতুড়ি দিয়ে রাজমিস্ত্রিকে খুন

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার...

ভালুকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে...

টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্য ম...

ড. ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরক...

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: ভদ্র মাসের শেষ দিনে স্থল নিম্নচাপের প্রভাব...

নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জে...

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দ...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি...

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা