নিজস্ব প্রতিবেদক:
ব্রাক্ষণবাড়িয়া: কসবা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিবাহিত যুবক আল আমিনকে (৩০) ১৫ দিনের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আল আমিন উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের ছেলে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান। বিকেলে আল আমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আল আমিন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ভুক্তভোগী এ বিষয়ে কসবা থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সেই উত্ত্যক্তকারীকে পুলিশ পৌর শহর থেকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের কাছে আল আমিন তার দোষ স্বীকার করে দণ্ড পান।
সান নিউজ/ এআর