ছবি: সংগৃহীত
অপরাধ

স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন দুবাই প্রবাসী স্বামী আলাউদ্দিন বেপারী (৩৪)। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারী কান্দি গ্রামের ৩ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত আলাউদ্দিন ঐ গ্রামের মুকবুল হক বেপারীর ছেলে।

আটককৃতরা হলেন- একই গ্রামের বায়দুল্লাহ মৃধার ২ ছেলে আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২০)।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

একই গ্রামের সাদেক প্রধানীয়ার ছেলে কিরন প্রধানীয়া (২২) মারামারি ছাড়াতে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত প্রবাসীর মরদেহ একই হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে দুবাই থাকায় তার স্ত্রী রুমা আক্তার (২৮) ২ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। আলাউদ্দিন বেপারীর একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন অভিযুক্ত আব্দুল্লাহ।

আরও পড়ুন: নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাড়া তোলা ও কাপড় সেলাই করতে গিয়ে রুমার সাথে আব্দুল্লাহর সম্পর্কের উন্নতি হয়। আলাউদ্দিন দেশে ফেরার পর আব্দুল্লাহ ও রুমার প্রেমের সম্পর্ক জানাজানি হলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন।

কিন্তু তারা এই বিষয়টি নিয়ে আবার তর্কে জড়িয়ে পড়লে আব্দুল্লাহ হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন। এতে স্থানীয়রা ছাড়াতে গেলে তারাও আহত হয়েছেন। আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারী নিহত

নিহতের স্ত্রী জানান, আব্দুল্লাহ আমার একটি গোপন ছবি দিয়ে দীর্ঘদিন জ্বালাতন করতো। ফেসবুকে ছবি ভাইরাল করার ভয়ও দেখাতো। আজ আমার মোবাইলে সেই ছবি দিয়েছে। আমার স্বামীকে দেখানোর জন্য ছবিটি আমি ডিলেট করিনি। মূলত সেই ছবি নিয়ে এই ঘটনা ঘটেছে।

মো. তাহের আলী নামে স্থানীয় একজন জানান, পরকীয়া প্রেমের কারণে এমন ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আলাউদ্দিন বেপারীর ঘাড়ে কাঁচি ঢুকিয়ে হত্যা করেছে। এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সঠিক তদন্তে করে দোষীদের বিচার দাবি করছি।

আরও পড়ুন: নববধূকে ট্রিট দিতে নিয়ে ভাগিয়ে নিল তরুণ

নিহতের ছোট বোন তানজিলা আক্তার বলেছেন, আব্দুল্লাহ ও রুমা প্রেম করে। বিষয়টি নিয়ে বিচার-সালিশ হয়েছে। সেখানে সর্তক করে দেওয়া হয়েছিল আব্দুল্লাহকে। তার ভাইয়ের হত্যাকারী আব্দুল্লাহ মৃধা, তার ভাই রিফাত মৃধা ও রুমা আক্তারের উপযুক্ত বিচার চাই।

এ নিয়ে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্চ সার্কেল) মুসফিকুর রহমান জানান, আলাউদ্দিনকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আলাউদ্দিনের স্ত্রী সাথে আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি।

আরও পড়ুন: ছোট যমুনায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

এলাকার মুরব্বিরাও তাদের পরকীয়া প্রেমের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল।

মুরব্বিদের সিদ্ধান্ত ছিল, যে যার মত থাকবে। এরপরও কথা কাটাকাটির এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন আলাউদ্দিনা। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা