জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আবু তালেব (৪০) এক ভ্যান চালকের গলা কেটে তার ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু তালেব ঐ উপজেলার ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে।
পুলিশ জানান, রাত ৯ টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে ৪ জন অজ্ঞাত ব্যক্তি আবু তালেবের ভ্যানে ওঠে। পরে রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় আসলে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায় যাত্রী বেশে ওঠা ছিনতাইকারীরা।
আরও পড়ুন: গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
নাটোরের বড়াইগ্রামের পাটোয়ারী জেনারেল হাসপাতালে পরিচালক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিতে বলা হয়।
আরও পড়ুন: ট্রেন দেখে লাফিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু
এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আহত আবু তালহাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ বেশ কয়েকটি টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
সান নিউজ/এমএ/এনজে