জেলা প্রতিনিধি: নাটোরের বরাইগ্রাম উপজেলায় প্রিয়া খাতুন (২২) নামের এক ইপিজেড নারী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ভালো নেই ৩ প্রজন্মের অন্ধ পাঁচ বাউল শিল্পী
শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া ঐ উপজেলার মেরিগাছ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায় ঘটনাস্থলে রাতেই সিআইডি ও পিবিআই কর্মকর্তারা পরিদর্শনে যান। কি কারণে এই হত্যা করা হয়েছে তা এখনো সঠিক জানা যায়নি।
আরও পড়ুন: নওগায় নির্যাতনে যুবকের মৃত্যু
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, নিহত প্রিয়া ঈশ্বরদীর ইপিজেডে কাজ শেষে বাসে করে কয়েন বাজারে নেমে ব্যাটারিচালিত ভ্যান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
রাস্তায় মশিন্দা এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে চলে যায়। ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালককে জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ২ পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৫০
এ প্রসঙ্গে ওসি আরো বলেন, নিহতের ১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন প্রিয়া। হত্যার কারণ এখনো জানা যায়নি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলের এসে নমুনা সংগ্রহ করে গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সান নিউজ/এএ