নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৫ টি পৃথক অভিযান (নিয়মিত ০২, মোবাইল কোর্ট ০৩) চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: পাবনায় কাগজপত্র নিয়ে বিরোধ, যুবক খুন
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিকগঞ্জ সদর থানার বান্দুটিয়ার মৃত: গোলাপ সরদার ছেলে মুরাদ সরদারকে (৩০) হিরোইন সেবনরত অবস্থায় ০৩ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।
অপর আসামি একই থানাধীন বাজান্ত বাটরা (গড়পাড়া) এলাকার মৃত: জসিম মিয়ার ছেলে মো: আসলামকে (২৯) হিরোইন সেবনরত অবস্থায় ০৩ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, আটক ১
মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামিকে ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা ও ২০০ টাকা করে সর্বমোট ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মোবাইল কোর্টের আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২
প্রসঙ্গত, গত বুধবার (২ আগস্ট) মানিকগঞ্জে ০৬ টি পৃথক অভিযান (নিয়মিত ০৩, মোবাইল কোর্ট ০৩) অভিযান পরিচালনা করে ০৫ গ্রাম হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামিকে ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে সর্বমোট ২০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এইচএন