জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৫) নামের এক গৃহবধূকে হত্যার পর তার মরদেহ শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়েছেন স্বামী।
আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় ট্রাকচালক নিহত
রোববার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম থেকে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত জান্নাতুল ফেরদৌস টুম্পা উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাজী শফিকুর রহমানের মেয়ে।
এ ঘটনায় টুম্পার বাবা জানান, গত বৃহস্পতিবার বাহারাইন থেকে সাইফুল ইসলাম দেশে আসেন। সে সময় টুম্পা আমাদের বাড়িতে ছিল।
আরও পড়ুন: রুহিয়ায় নদীতে ডুবে শিশু নিখোঁজ
গতকাল শনিবার (২৯ জুলাই) দুপুরে আমাদের বাড়িতে খাবার খেয়ে টুম্পাসহ সাইফুল বড়পুষ্করনী গ্রামে নিজ বাড়িতে যায়। এ দিন সন্ধ্যার আগে সাইফুল সিএনজি চালিত একটি অটোরিকশায় টুম্পাকে আমাদের বাড়ি নিয়ে আসে।
তখন সাইফুল বলেন, টুম্পা অজ্ঞান অবস্থায় আছে, তাকে হাসপাতালে নিতে হবে। আপনারা আমার সাথে আসেন।
টুম্পাকে নিয়ে আমরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল টুম্পাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেবে বলে কৌশলে অ্যাম্বুলেন্সে করে আমাদের বাড়িতে এসে মরদেহ ঘরে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ চলছে
মূলত, সাইফুল তার বাড়িতে নিয়ে আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে এ নাটক সাজিয়েছে। কী কারণে এমন করেছে, তা আমরা বলতে পারছি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মো. সোলেমান বাদশা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো চিহ্ন আছে।
তাকে মৃত ঘোষণা করলেও তার স্বামী সাইফুল ইসলাম খারাপ আচরণ করে উন্নত চিকিৎসার কথা বলে মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যান।
আরও পড়ুন: গৃহবধূকে হত্যার অভিযোগ
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অভিযুক্ত সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
সান নিউজ/এএ/এনজে