নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ভারতীয় ৭৩ বোতল বাংলা মদ ও আট বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ফরমান হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (২২), তপুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), কালু মিয়ার ছেলে লিয়াকত আলী (৩০) ও নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার আমজাদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১)।
ধান্যখোলা ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, শনিবার (২২ আগস্ট) সকালে ধান্যখোলা মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৭৩ বোতল মদসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকের মালিক চার মাদক ব্যবসায়ীর নাম বলেন। পরে তাদের পলাতক আসামি করে থানায় মামলা দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শনিবারই অভিযান চালিয়ে বিজিবি’র দেওয়া পলাতক আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/ এআর