নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টাসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন : সালামকে দেখতে হাসপাতালে ফখরুল
শুক্রবার (৬ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম র্যাব।
আসামি ফরিদুল আলমের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। তার বাবার নাম নুরুল হুদা।
আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতার ফরিদুল কক্সবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ১৩ টি এবং বান্দারবানের লামা থানায় ১ টি মামলা রয়েছে।
মামলা থেকে বাঁচতে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিলেন। সর্বশেষ তিনি হাটহাজারী উপজেলায় আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুন : কামরাঙ্গীরচরে বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এনজে