নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: প্রায় ১৯ বছর পর মেহেন্দীগঞ্জ উপজেলার মিয়ারহাট বাজারের ডাল ব্যবসায়ী মােতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যার আলোচিত মামলার রায় দিয়েছেন আদালত। ঘাতক দুই সহোদর বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা এবং মামুনকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই রায়ে।
যাবজ্জীবনে দণ্ডিত দুই সহোদর বাবুল ও জাহাঙ্গীর মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মৃত জয়নাল সিকদারের ছেলে। দণ্ডপ্রাপ্ত মামুনও একই এলাকার বাসিন্দা।
বুধবার (১৯ আগস্ট) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রিয়াজ।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রায়ে তারা সন্তুষ্ট। তবে মোতাহার হাওলাদারকে যেভাবে প্রকাশ্যে খুন করে নির্ভয়ে এলাকা ছেড়েছিলেন খুনিরা, তেমনি মোতালেবের খুনিদের মৃত্যুদণ্ড হলে সঠিক বিচার পেতেন।
২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মিয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদার, মন্টু হাওলাদার ও মুজাহার হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন খুনিরা। ওইদিন রাত ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতাহার হাওলাদারের মৃত্যু হয়।
২৮ মার্চ ১৯ জনকে নামধারী ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন নিহত মোতাহার হাওলাদারের ভাই মো. আজাহার হাওলাদার।
সান নিউজ/ এআর