নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন : টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৩২ টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন : ঘূর্ণিঝড় মোখা, ২ নং সংকেত
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে বুধবার (১০ মে ) সকাল ৬ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে ১১ হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
সান নিউজ/এনজে