আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংয়ের সময় ৩ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আরও পড়ুন : শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, যুবক আটক
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী'র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) শাহজাহান মিয়া এর নেতৃত্বে বুধবার (৩ মে) দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিং ডিউটি করা হয় ৷
আরও পড়ুন : অস্ত্রসহ অপহরণ মামলার আসামি আটক
এ সময় রংপুর টু বগুড়াগামী “রয়েল এন্টারপ্রাইজ” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর-ব- ১৩-২১৯৭, থামিয়ে চেকিং করাকালে আসামী মোছাঃ স্মৃতি আক্তার (৩০), পিতা-মোঃ মন্টু সরকার, মাতা- আঙ্গুরি বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- বাগবাড়ী (বাঘবাড়ি সরকার পাড়া), উপজেলা/থানা- গাবতলী, জেলা -বগুড়া এর হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৮, তারিখ-০৩/০৫/২৩, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।
সান নিউজ/এইচএন