নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯১৬ পিস ইয়াবা, ৫০ কেজি ৭১০ গ্রাম গাঁজা, ১০২ গ্রাম হেরোইন, ২৩ বোতল ফেন্সিডিল ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার (২ মে) সকাল ৬টা থেকে বুধবার (৩ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্য উদ্ধারসহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭ টি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সান নিউজ/এনকে