কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার নাজিরারটেকে ভেসে আসা ট্রলারের অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে নিহত ২
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহত শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন : সর্বোচ্চ আইসসহ গডফাদার আটক
মামলায় গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ী সাইরার ডেইলের বাসিন্দা বাইট্টা কামাল ও করিম সিকদার।
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, ১০ মরদেহের মধ্যে ছয় জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চার জনের একাধিক দাবিদার থাকায় আমরা ডিএনএ টেস্ট করার উদ্যোগ নিয়েছি।
আরও পড়ুন : কর্ণফুলীতে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা!
এ ঘটনায় নিহত শামসুল আলমের স্ত্রীর রোকেয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে এ ঘটনার সাথে সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন : ৭১’র গণহত্যার স্বীকৃতি দিল ‘আইএজিএস’
তাদের আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে বলেও জানান মো. মাহফুজুল ইসলাম।
সান নিউজ/এইচএন