নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : ৭১’র গণহত্যার স্বীকৃতি দিল ‘আইএজিএস’
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লক পাড় (মাষ্টার হাট) এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার মা ও ছেলে হলেন, হোসনে আরা বেগম (৪৫) ও তার ছেলে পারভেজ (৩১)। তারা ওই এলাকার তৈয়ব আহমদের স্ত্রী ও পুত্র।
আরও পড়ুন : নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
এই ঘটনায় একই পরিবারে আহত দুজন হলেন- তৈয়ব আহমেদের ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, চলাচলের জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া চলাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪/৫ জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, হাঁটা-চলার জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তিনি আরও জানান, এর আগেও দুই পরিবারে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
সান নিউজ/এইচএন