অটো ছিনতাই করতেই চালক হাফিজুর হত্যা
অপরাধ

অটো ছিনতাই করতেই চালক হাফিজুর হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুরে অটোরিকশা ছিনতাই করতেই এর চালক হাফিজুর রহমানকে হত্যা করা হয়েছিল। গ্রেপ্তারকৃত পাঁচ আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটিও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

গত ২১ ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের উত্তরপাড়া পাঁঁচঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের আমবাগানে রংপুর নগরীর কেরানীপাড়ার আলম মিয়ার ছেলে হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামি নগরীর সাতগাড়া সবুজপাড়ার ফরহাদ হোসেন, দূর্গাপুর বড়বাড়ির জাহাঙ্গীর আলম কলক, অটোরিকশা ক্রয়-বিক্রয়ে জড়িত গুড়াতিপাড়ার সাজেদুল ইসলাম সাজু, মিঠাপুকুরের ভাংনী বাজারের সুলতান মিয়া এবং সংগ্রামপুরের সোহেল রানা বাবু গত সোমবার (১০ আগস্ট) রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহীর মিঠাপুকুর আদালতে ১৬৪ ধারায় ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনায় আসামিরা বলেন, ২০ ফেব্রুয়ারি তিন বন্ধু ফরহাদ, সুলতান ও কলক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। এক পর্যায়ে তারা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে কেন্দ্রীয় বাস টার্মিনালে যান। সেখানে হাফিজুরের অটোরিকশায় নগরী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের নির্জন জায়গায় যান। পথে তারা হাফিজুরকে অবচেতন করতে গোপনে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। এতে হাফিজুর কিছুটা দুর্বল হয়ে পড়েন। খোড়াগাছ ইউনিয়নের নির্জন রাস্তায় চার্জার অটো রেখে তারা হাফিজুরকে পাশের আমবাগানে নিয়ে গলা কেটে হত্যা করেন। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হাফিজুর হত্যায় মামলা হলে মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতি না হওয়ায় গত ২১ জুন পুলিশ সুপার বিপ্লব কুমারের নির্দেশে মামলাটি বদলি করা হয় জেলা গোয়েন্দা শাখায়। গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করেন। নগরীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুন্ঠিত অটোরিকশাটিও জব্দ করেন।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ‘গোয়েন্দা পুলিশে বদলির পর দ্রুত মামলাটির নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধা...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের এক...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গা...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা