পাবনা প্রতিনিধি : রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনকে (৩০) পরকীয়া প্রেমের কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন : স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন
র্যাব জানিয়েছে, স্রমাট হত্যা মামলার প্রধান আসামি তার বন্ধু আব্দুল মমিন (৩২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন।
রোববার (২৬ মার্চ) রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বিতরণ
গ্রেফতারকৃত মমিন পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে।
নিহত সম্রাট একই উপজেলার মধ্য অরনকোলা রিফুজি কলোনি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।
আরও পড়ুন : গাজীপুরে কারখানায় আগুন
এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট দুই আসামি গ্রেফতার হলো। এর আগে মমিনের স্ত্রী সীমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।
আরও পড়ুন : হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিনকে এক নম্বর ও তার স্ত্রী সীমাকে দুই নম্বর আসামিসহ আরও ৪ জনকে অজ্ঞাতানামা আসামি করা হয়।
আসামি মমিন হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে যায়। পলাতক এজাহার নামীয় আসামি মমিনকে গ্রেফতারের ব্যাপারে র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় হাতিরঝিল থানার বাংলামোটর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মমিনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : জাহাঙ্গীরের মেয়র ইস্যুতে রায় বৃহস্পতিবার
জানা যায়, সম্রাট প্রায় ৩ বছর রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের নিকিম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউরি ফেদারোপের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিদিন রাত সাড়ে ১০টার মধ্যে ডিউটি শেষে বাড়িতে ফিরতেন সম্রাট। কিন্তু গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সম্রাট ডিউটি শেষে আর বাড়িতে ফেরেননি।
আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা
নিখোঁজের দুদিন পর গত ২৫ মার্চ সকালে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকা থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয় নিকিতম কোম্পানির ব্যবস্থাপনা কর্মকর্তার ব্যবহৃত একটি প্রাডো জিপ। রূপপুর প্রকল্পে কাজ করতে গিয়ে একই উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের সম্রাটের সঙ্গে বন্ধুত্ব হয়।
সান নিউজ/এইচএন