অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই মাদকসহ ধরা দুই কিশোরী
অপরাধ

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই মাদকসহ ধরা দুই কিশোরী

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ইয়াবা ও ফেনসিডিল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন দুই বোন। বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ওই দুই কিশোরী গ্রেপ্তার হয়েছেন। এ সময়ে তাদের কাছ থেকে এক বোতল ফেনসিডিল এবং ৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুই বোন এবং মাদক সরবরাহকারী বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম।

ঘটনা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত দুই বোন মিতু বেগম (১৮) ও সেতু বেগম (১৬)। সঙ্গে দেড় বছর বয়সী মিতুর ছেলে সন্তান রয়েছে।

মিতু ও সেতু জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশনের আলেকান্দা ১৪নং ওয়ার্ডের কালুশাহ সড়ক মীরা বাড়ির পোল এলাকার মৃত শাহ আলম মহুরির দুই ছেলে সবুজ গাজী ও নবীন গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই সূত্রে বড় ভাই সবুজ গাজী ছোট ভাই নবীন গাজীর স্ত্রী মিতু বেগমকে (১৮) উত্ত্যক্ত করতেন। কথা না শুনলে গালিগালাজ করতেন। বিষয়টি থেকে পরিত্রাণ পেতে ছোট বোন সেতুর সঙ্গে আলাপ করেন মিতু। তারা দুজনে বুদ্ধি করেন যে, গালিগালাজের প্রতিশোধ নিতে ইয়াবা ও ফেনসিডিল দিয়ে ফাঁসিয়ে দেবেন সবুজ গাজীকে। সে অনুসারে সেতু তার বান্ধবীর কাছ থেকে এক বোতল ফেনসিডিল ও ছয় পিস ইয়াবা সংগ্রহ করে শনিবার (০৮ আগস্ট) বিকেলে সবুজ গাজীর বাসার পাশে পরিত্যক্ত আলনার নিচে ফেলে রাখেন।

থানার এসআই ফিরোজ আল মামুন বলেন, ‘মোবাইলে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালে আমরা মাদক খুঁজে পাইনি। তখন গ্রেপ্তারকৃত দুজন দেখিয়ে দেন, মাদক কোন স্থানে রাখা আছে। বিষয়টি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করি। এক সময় তারা স্বীকার করেন, মিতুর ভাসুরকে ফাঁসাতে এই কাজ করেছেন তারা।’

ওসি নুরুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে মােবাইলে একটি কল পেয়ে ফোর্স পাঠাই। সেখানে গিয়ে দেখা যায়, যার ঘরের পাশে রাখা তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ত নন। মূলত প্রতিশোধ নিতে দুই কিশোরী মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছেন। ওই দুই কিশোরীর কাছে যিনি মাদক এনে দিয়েছেন, তার বিরুদ্ধেও মামলা করা হবে।’

গ্রেপ্তারকৃত কিশোরী সেতু আক্তার বলেন, ‘সবুজ আমাকেও খারাপ প্রস্তাব দিতেন, গালিগালাজ করতেন। আমার বোনকে মারধর করতেন। সেই নির্যাতন থেকে রক্ষা পেতে বুদ্ধি করে এই কাজ করেছি। আসলে আমি চেয়েছি, সবুজকে যেন পুলিশ নিয়ে মারে। তিনি যেন আমার বোনকে নির্যাতন করতে না পারেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা