গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে সংঘর্ষে আহত সোহেল রানা (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুর সংবাদে এলাকাবাসী উত্তেজিত হয়ে দুলা মিয়ার বাড়ি ঘর ভাংচুর করেছে।
আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহীর মৃত্যু
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আহসান হাবিবের সাথে উত্তর শ্রীপুর (গাছ বাড়ি) গ্রামের মৃত নেশমত আলীর পুত্র দুলা মিয়ার বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে উক্ত রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে দুলা মিয়া ও তার লোকজন লাঠি, ফারাই কাঠ দিয়া আহসান হাবিব ও সোহেল রানাকে এলোপাতারি ভাবে মারপিট করলে আহসান হাবিব ও সোহেল রানা আহত হয়।
আরও পড়ুন : রূপপুরে রুশ নাগরিকের মৃত্যু
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবগত রাত ২টার দিকে মারা যায়। তার মৃত্যুর খবর এলাকায় পৌছালে এলাকাবাসী উত্তেজিত হয়ে দুলা মিয়ার বাড়ি ঘর ভাংচুর করে।
সংবাদ পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।
আরও পড়ুন : শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক ১
এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রফিকুল ইসলামকে গাইবান্ধা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইখতেখারুল মোকাদ্দেম এ তথ্য নিশ্চিত করেন।
সান নিউজ/এইচএন