নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার: চকরিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে না পারলেও পুলিশ বলছে, নিহতরা মাদককারবারি ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভোর রাত ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী গর্জন বাগান পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি এ ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
চকরিয়া থানার পরিদর্শক ( তদন্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে, চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ জাহেদা বেগম ও মোজাফফর আহমদ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, শুক্রবার ভোররাতে বানিয়ার ছড়া আমতলি পাহাড়ি এলাকায় একটি ইয়াবার চালান হাতবদল হতে পারে। এ খবরে পুলিশ সেখানে যায়। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন মাদককারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুটলে উভয়ের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। এক পর্যায়ে পাচারকারিরা পালিয়ে যান।
ঘটনাস্থল তল্লাশি করে ৪৪ হাজার ইয়াবা, দুইটি দেশি আগ্নেযাস্ত্র, সাত রাউন্ড গুলি, ১৫টি খালি খোসাসহ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এই ঘটনায় আহত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও সবুজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/ এআর