সান নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল
গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নিজেরা মাদক সেবন করতো।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪২৬.১৬ গ্রাম হেরোইন, ৭৩ বোতল ফেন্সিডিল, ২৭০৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম আইস ও ২০ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ।
সান নিউজ/এসআই