টেকনাফ ( কক্সবাজার)প্রতিনিধি: টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন : কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড
শুক্রবার রাত পৌনে ৭টার দিকে টেকনাফের হ্নীলার লেদা এলাকার নাফ নদীর সীমান্ত অঞ্চল থেকে এই আইস ও ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে টেকনাফ-২ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার রাতে বিজিবির টহলদল একজন ব্যক্তিকে ওই এলাকায় নাফ নদী পার হয়ে বেড়ি বাঁধের দিকে আসতে দেখে, গতিবিধি সন্দেহ হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। এসময় ওই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার আইস ও ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সান নিউজ/এসআই