ঠাকুরগাঁও প্রতিনিধি: রানীশংকৈল উপজেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিবেশির সাথে ঝগড়া বিবাদের জেরে প্রমিলা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কেউটান গ্রামে তিলক রায়ের পরিবারের সাথে একই গ্রামের মনসিংহ (কাচালু)’র পরিবারের সাথে বিতর্ক থেকে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে রানীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারপিটে আহত তিলকের স্ত্রী প্রমিলা রাণী (৫০) অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা করানো হয়।
এদিকে পরদিন ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রমিলা রানী। এ নিয়ে প্রমিলার স্বামী তিলক রায় বাদী হয়ে মনসিংহ (কাচালু) ও তার ভাই পরেশ রায় সহ ৬ জনকে দায়ী করে রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার সকালে গ্রেফতারকৃত জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বাদি তিলক চন্দ্র বলেন, মনসিংহ (কাচালু) সহ তার লোকজন আমার ছেলে ও স্ত্রীকে মাথার চুল ধরে বেধড়ক পিটিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে আসার পরে আমরা সবাই রক্ষা পাই। মারপিটের কারণেই আমার স্ত্রী প্রমিলার মৃত্যু হয়েছে। এ ঘটনা নিরসনে হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান শনিবার দুপুর ১২টায় ইউপি কার্যালয়ে শালিস ডেকে ছিল।
সংশ্লিষ্ঠ্য ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মুঠোফোনে বলেন, শনিবার দুপুর ১২টায় ইউপি কার্যালয়ে উভয় পক্ষকে শালিসে ডাকা হয়েছিল । কিন্তু রাতে প্রমিলার মৃত্যু হওয়ায় শালিস করে।
আরও পড়ুন : দেশে টাকার সংকট রয়েছে
থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় ছয়জনের নামে একটি হত্যা মামলা রুজু করা হয়ছে। দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এসআই