নিজস্ব প্রতিবেদক:
যশোর: অপহরণের পর যুবকের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও বাইসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। গত ৩ জুন শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে অপহরণের ঘটনাটি ঘটে।
মামলাটির চার্জশিটে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আব্দার গাজী ও তার ছেলে সজিব হোসেনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩ জুন বাহারুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। নীলগঞ্জ ব্রিজের কাছে সজিব হোসেনসহ তার সহযোগীরা বাহারুল ইসলামকে জোর করে ইজিবাইকে তুলে শংকরপুর সন্যাসীর দিঘীর পাড়ে নিয়ে যান। সেখানে মারপিট করে তার কাছ থেকে নগদ ৭০০ টাকা, এক হাজার ২০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও মোবাইল ফোনের মধ্যে থাকা পাঁচ হাজার টাকা ও একটি বাইসাইকেল নিয়ে নেন।
পরে বাহারুলকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ৬ জুন ওই ঘটনায় বাহারুলের বাবা খায়রুল মোল্যা ওই দুইজনসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা যশোর চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেন।
সান নিউজ/এআর