নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: মাদারীপুর জেলায় আটক হওয়া এক জেএমবি সদস্যর সূত্র ধরে আরও চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ বরিশাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডিয়া অফিসার মুকুর চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ই-মেইলে জানানো হয়, তাদেরকে মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের জিহাদুল ইসলাম, ঢাকার মিরপুরের দক্ষিণ পীরেরবাগের রাফি আহমেদ ভূঁইয়া, মোহাম্মদপুরের জাকির হােসেন রোডের আল আমিন ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিংয়ের বাসিন্দা আকবর হােসেন হৃদয়। রাফি আহমেদের মূল বাড়ি নরসিংদী জেলার দিলারপুরে, আল আমিনের মূল বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবুলচারা শাহপাড়ায় এবং হৃদয়ের মূল বাড়ি নোয়াখালী সদর উপজেলার মাদারতলীতে।
এর মধ্যে জিহাদুল ইসলাম ও আল-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। রাফী আহমেদ ভূইয়া উবার/পাঠাওয়ের রাইড শেয়ার করেন। তবে আকবর হােসেন হৃদয়ের পেশা সর্ম্পকে কােনো তথ্য উল্লেখ করা হয়নি। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, নিষিদ্ধ জেএমবির দাওয়াতি কাজ পরিচালনা করে আসছিলেন তারা। এজন্য বিভিন্ন সময়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইন প্লাটফরমে জঙ্গি তৎপরতা পরিচালনা করে আসছিলেন। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় চাঁদা সংগ্রহ করেন বলেও জানিয়েছেন।
গত ১৪ জুন মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য খোকন মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৮। সেই মামলা তদন্ত করতে গিয়ে ২১ জুলাই গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/ এআর