নিজস্ব প্রতিবেদক :
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের নামে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর।
রোববার ১৯ জুলাই অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তার কার্ড নং-৬৮৪৫, চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত তার কার্ডের মেয়াদ ছিল।
এসময় সুরথ কুমার বলেন, অ্যাক্রেডিটেশন কার্ডের নীতিমালায় বলা আছে, কেউ যদি অপরাধমূলক কাজে জড়িত থাকেন, তাহলে কার্ড বাতিল হয়ে যাবে। নীতিমালা অনুযায়ী তার নামে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
জানা গেছে, সর্বশেষ গত বছরের ডিসেম্বরে সাহেদ করিমের নামে কার্ড ইস্যু হয়। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নতুন কাগজের প্রকাশক ও সম্পাদক হিসেবে তিনি এ কার্ড নিয়েছিলেন।
গত ৬ ও ৭ জুলাই উত্তরায় সাহেদের রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের অফিসে অভিযান চালিয়ে কোভিড- ১৯ পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেয়ার প্রমাণ পায় র্যাব। এই ঘটনায় ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলার পর থেকে সাহেদ পলাতক ছিলেন।
এর ঠিক নয়দিন পর গত বুধবার সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এখন মামলার তদন্ত সংস্থা ডিবির কাছে ১০ দিনের রিমান্ডে আছেন সাহেদ।
সান নিউজ/সালি