সান নিউজ ডেস্ক: অনলাইন জুয়ার কারবার সাইট ‘বেটউইনার ডটকম’ পরিচালনায় জড়িত ৩ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: কয়টা মাস ধৈর্য ধরেন
বুধবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)।
আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট
তাদের গ্রেফতারের পর বিস্তারিত জানাতে বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে করেন সিআইডির বিশেষ সুপার রেজাউল মাসুদ।
রেজাউল মাসুদ জানান,‘সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার তদন্তের পর ওই সাইট পরিচালনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।’
আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরল ৬০৩ প্রাণ
অনলাইনে বেটিং বা জুয়ার কারবারের সাই বেটউইনারের বাংলাদেশে বৈধতা নেই। সম্প্রতি বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হয়ে তীব্র সমালোচনায় পড়েন ক্রিকেটার সাকিব আল হাসান। পরে তিনি ওই বেটিং সাইটের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন।
সিআইডি কর্মকর্তা রেজাউল মাসুদ জানান, ‘গত চার মাসে তারা তিন থেকে চার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশে এ সাইটের দশজন এজেন্ট রয়েছে বলে তারা (গ্রেফতাররা) পুলিশকে জানায়। আর এজেন্ট হিসেবে তারা প্রত্যেকে এক থেকে দেড় লাখ টাকা করে কমিশন পেত।’
সান নিউজ/এমআর