রবিবার, ৬ এপ্রিল ২০২৫
অপরাধ প্রকাশিত ২৭ আগস্ট ২০২২ ০৭:১৯
সর্বশেষ আপডেট ২৭ আগস্ট ২০২২ ০৭:১৯
ভালুকায় পরিত্যক্ত ডায়নামিক মিল:

কোটি টাকা মূল্যের মালামাল লোপাটের অভিযোগ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে পরিত্যক্ত ডায়নামিক টেক্সটাইল মিলের মেশিনারিসহ কোটি টাকা মূল্যের মালামাল লুটপাট হচ্ছে। একটি সংবদ্ধ দল ওই মিলের কেয়ারটেকারের সঙ্গে যোগসাজশ করে জনতাসহ বেশ কয়েকটি ব্যাংকের কাছে দায়বদ্ধ এসব মালামাল লুটপাট করে নিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুন: ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

সরেজমিনে খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৯০ দশকে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর আখালিয়াপাড়ায় প্রথম ডায়নামিক টেক্সটাইল মিলটি প্রতিষ্ঠিত হয়। মিলটি প্রথম দিকে বেশ ভালোভাবে পরিচালিত হলেও ব্যাংকের দেনার কারণে তা ২০০৬ সালের ২১ জুন মিলটি বন্ধ করে দেন মালিক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে মিলটি শুধু কেয়ারটেকার দিয়ে পাহারা দিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখলেও ২০১৭ সালে মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত অসাধু ব্যাংকের লোকজনের যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে মিলের কোটি কোটি টাকার মেশিনারিসহ বিভিন্ন যন্ত্রাংশ রাতের আঁধারে বিক্রি করতে শুরু করেন।

খবর পেয়ে শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বেশ কয়েকজন সংবাদকর্মী মিলের ভেতর গেলে দেখা যায়, সিলিন্ডার গ্যাস দিয়ে কিছু লোক লোহার রড ও এ্যাঙ্গেল কেটে একটি গোডাউনে মজুদ করছে। এর আগেও বেশ কয়েকদিন ধরে রাতের আঁধারে এসব মূল্যবান মালামাল কেটে মিলের প্রধান ফটক ব্যবহার না করে পেছনের গেইট দিয়ে পাশের ড্রিমওয়ার্ল্ড পার্কের গেইট দিয়ে বের করে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: চা-বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিকেলে

মিলের ভেতর অবস্থানকারী কেয়ারটেকার দিলদার মিয়া জানান, আমি মিলটি বন্ধের পর থেকেই কর্মরত আছি। তবে মিলের সব কিছুই আবুল মুনসুর হায়দার খসরুর হেফাজতে রয়েছে এবং সব মালামাল তার মাধ্যমেই বিক্রি করেছেন মালিক পক্ষ।

আবুল মুনসুর হায়দার খসরু সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, চুরির ভয়ে মালিকের নির্দেশে মালামাল কেটে স্টক করা হচ্ছে। আগে কোটি কোটি টাকার মালামাল বিক্রি বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আমাদের কিছুই করনীয় নেই।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, তিনি জানেন না। খোঁজ নিয়ে ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা