নিজস্ব প্রতিবেদক :
বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ এবং মাস্টার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গত ২৯ জুন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়।
এতে ৩৪ জন নিহত হন। পরদিনই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়।
সান নিউজ/সালি