সান নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগে অভিযান পরিচালনা করে চেতনানাশক ওষুধ ও অন্যান্য বিষাক্ত উপাদানসহ অজ্ঞান ও মলম পার্টির চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
আরও পড়ুন: বাসর রাতে গোসল করতে গিয়ে বরের মৃত্যু
শনিবার (২৩ জুলাই) হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন, বরকত উল্লা, মো. রনি, ইয়াছিন হোসেন খান ও ইমরান হোসেন ওরফে কচি।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় হাজারীবাগ থানার বেড়িবাঁধের শিকদার ফিলিং স্টেশনের সামনে থেকে চেতনানাশক ওষুধ, স্প্রে, মলম ও মরিচের গুড়াসহ তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
তিনি আরও বলেন, ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজে টার্গেট করে যাত্রীবাহী বাসে তারা প্রথমে যাত্রী বেশে উঠে। পরবর্তী সময়ে অত্যন্ত সুকৌশলে টার্গেট করা যাত্রীর চোখে মুখে মলম, মরিচের গুড়া, পেইন কিলার স্প্রে প্রয়োগ করে অথবা কৌশলে চেতনানাশক এপিট্রা ট্যাবলেট সেবন করিয়ে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।
সান নিউজ/কেএমএল