নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে ভিয়েতনামে বাংলাদেশি নাগরিক পাচারের ঘটনায় চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
বুধবার (০৮ জুলাই) দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
তিনি বলেন, ভিয়েতনামে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সান নিউজ/ আরএইচ