নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি এন্টিকাটার (ব্লেড) এবং নয় হাজার টাকা জব্দ করা হয়।
শনিবার রাতে সিসিটিভি পর্যবেক্ষণ করে ডাকাতি মামলার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ।
গ্রেফতারকৃতরা হলেন- শাকিল, রাজু ও অন্য তিনজন কিশোর হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
ওসি জানান, কবির নামে এক ব্যক্তি বুধবার (১৩ এপ্রিল) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে আজিমপুর এতিমখানার ভাতের গলির বাস কাউন্টারের সামনে ডাকাতদল তাকে আটক করে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। তখন বাধা দিলে ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের উরুতে এবং ডান হাতের আঙুলে আঘাত করে ডাকাতরা। এতে আহত হন তিনি। এ ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করেন তিনি।
আরও পড়ুন: ভয় দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাননিউজ/এমএসএ