নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম পরিচয় জানা যায় নি।
শুক্রবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রামপুরা ও হাতিরঝিল এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকেট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
এ বিষয়ে শনিবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সাননিউজ/এমএসএ