আমিরুল হক, নীলফামারী : নীলফামারী র্যাবের অভিযানে ৪২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন : একাদশের রেজিস্ট্রেশন শুরু
শুক্রবার (৮ এপ্রিল) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, কোতয়ালী থানা এলাকার মৃত আঃ ওয়াহেদের ছেলে মোঃ আঃ সালাম (৫৩), আজিজুর রহমানের ছেলে মোঃ এনামুল হক(২৮) ও মৃত আহেদ আলীর ছেলে মোঃ সোহেল আলী (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ৪২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের ৩৭ হাজার ৮৭০ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের ধরতে গোপন অনুসন্ধান চলছে।
আরও পড়ুন : ডনবাস যুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো
উদ্ধারকৃত ৪২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৮৪ হাজার ৬০০ টাকা। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে থানায় হস্তান্তর করেছে।
সান নিউজ/এইচএন