সান নিউজ ডেস্ক : গাজীপুর জেলার কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ কিশোরসহ নিহত হয়েছেন তিনজন।
আরও পড়ুন:৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে
রোববার (১৩ মার্চ) সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন : জেলার দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, এক নারীকে নিয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাঈম এবং ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অপরদিকে আহত রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:হাদিসুরের মরদেহ দেশে আসছে সোমবার
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, নাঈম ও ফারুক মনোহরদী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। রবিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে শুনেছি।
সান নিউজ/ এইচএন