নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলা থেকে কিশোর গ্যাং পরিচালনাকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন:দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতাল!
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন(১৮) বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো.আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো.ইমন (১৪)।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.শামীমুল এহসান নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়। এসময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।
আরও পড়ুন:দেশে খাদ্য পণ্যের সংকট নেই
নোয়াখালী জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সান নিউজ/ এইচএন