নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দয়াগঞ্জের বটতলা এলাকায় ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোশারফ কাঁচামালের ব্যবসা করেন। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।
মোশারফ হোসেনের এক আত্মীয় শাহ জামাল জানান, মোশারফ মাথায় করে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ বিক্রি করতেন। ভোরে শ্যামবাজার এলাকায় মালামাল কিনতে যাচ্ছিলেন মোশারফ। তিনি দয়াগঞ্জ বটতলা থেকে সায়েদাবাদ ফ্লাইওভার ঢালে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাত করে।
তিনি জানান, মোশারফ গেন্ডারিয়া এলাকায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির বুকে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: গুণীজনরা জাতির শ্রেষ্ঠ সন্তান: রাষ্ট্রপতি
যাত্রাবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক বেলাল আল আজাদ জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাননিউজ/এমএসএ