নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে ‘ইমো’ হ্যাকার চক্র’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।
তারা হলেন, উপজেলার মহারাজপুর গ্রামের চান্দের প্রামাণিকের ছেলে জনি হোসেন (২০), বলমাড়ীয়া গ্রামের মো. নাছির মণ্ডলের ছেলে মিলন আলী (২১), ফতেপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে সাজু ইসলাম (২০) ও নাগশোষা গ্রামের মো. আব্দুল মালেক সরকারের ছেলে মারুফ হোসেন (২০)।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল লালপুর উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’ হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় জনি হোসেন, মিলন আলী, সাজু ইসলাম, ও মারুফ হোসেন নামে চারজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বিজিবির নতুন ডিজি জেনারেল সাকিল
আরও জানানো হয়, এ সময় ২টি মোটরসাইকেল, ৮টি সিমকার্ডসহ ৪টি মোবাইল ফোন ও ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ