নিজস্ব প্রতিবেদক: রাজধানী জুড়ে মাদক বিরোধী অভিযানে ৭৪ জনকে গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে নেশাজাতীয় ইনজেকশন, ইয়াবা, ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ বেশ কয়েকজন রয়েছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) নিয়মিত মাদক বিরোধী অভিযানে ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত এ অভিযানে মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৫৭৫ পিস ইয়াবা বড়ি, ২৫.৫ গ্রাম ১৮৪ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৮৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, ১৩.৫ লিটার দেশিমদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে প্রদীপ-লিয়াকত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭ টি মামলা করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ