নিজস্ব প্রতিবেদক:
মানিলন্ডারিং আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডের দুই হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সঙ্গে তাদের সহযোগী সানি মোস্তফাকেও পাঠানো হয়েছে ৩দিনের রিমান্ডে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সূত্রাপুর থানায় দায়ের করা অর্থপাচার মামলার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকালে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জে মোস্তফার বাড়িতে থেকে বেনামি পাসপোর্ট তৈরি করে ভারত হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করছিলেন এনামুল ও রূপন।
গেপ্তারের পর সূত্রাপুর থানার করা অর্থপাচার মামলায় রূপনের ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। অন্যদিকে গেন্ডারিয়া থানার অর্থপাচার মামলায় এনামুল ও মোস্তফার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।