গাজীপুর প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বসেই ব্যবহার করতেন মোবাইল ফোন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেল থেকে গত বুধবার (৫ জানুয়ারি) নূরের ব্যবহার করা একটি ফোন উদ্ধার করে কারাকর্তৃপক্ষ।
কারাগার-২ এর জেলসুপার আব্দুল জলিল শনিবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। কারাকর্তৃপক্ষ এরইমধ্যে ঘটনা জানতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে।
আব্দুল জলিল বলেন, কারাগার পার্ট-২ এর কনডেম সেলে বন্দি ছিলেন তিনজন; এরমধ্যে নূর হোসেনও একজন। তিনি নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। আমারা জানতে পারি তিনি কনডেম সেলে বসে গোপনে ব্যবহার করছেন। এই খবরে কনডেম সেলে ৫ জানুয়ারি অভিযান চলে। এ সময় একটি মিনি বাটন মোবাইল উদ্ধার হয়েছে।
জেলসুপার আরও জানান, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল আনা হয়েছে। মোবাইলের ঘটনা জানতে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারাকর্তৃপক্ষ।
নূর হোসেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন।
সাননিউজ/এমআর