নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসে আগুন দেওয়ায় মামলা দায়ের করেছে পুলিশ। বাসে আগুন ও ভাংচুর করায় অজ্ঞাত পাঁচ শতাধিককে আসামি করে রামপুরা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
রামপুরা এলাকায় ৮টি বাসে আগুন ও ৪টিতে ভাঙচুর করায় পৃথক একটি মামলা হয়েছে। পুলিশ নিজেই বাদী হয়ে মামলাটি করেছে।
ওসি জানান, শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরপরই বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। সেই ঘটনায় অজ্ঞাত আনুমানিক ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।
গতকাল (২৯ নভেম্বর) রাতে রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দূর্জয় নিহত হয়েছেন। এরপর বাসে আগুন ও ভাংচুর করা হয়। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে দূর্জয়ের মা একটি মামলা করেছেন।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় অনাবিলের চালক সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে। গণপিটুনির শিকার সেই চালক এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। মামলায় বাসের হেলপার চাঁদ মিয়াকেও গ্রেফতার দেখানো হয়েছে।
সান নিউজ/এস