নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রাজ ওরফে রাকিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাতে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, রাজধানীর একটি হোটেলে নিরাপত্তাকর্মীর কাজ করেন রাজ ওরফে রাকিব। তবে নিজেকে সে ওইসব বাহিনীর সদস্য বলে দাবি করতো। বিশ্বাসযোগ্যতার জন্য কখনো র্যাবের পোশাক পরে আবার কখনো বা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক পরে ভিডিও তৈরি করতেন তিনি। এসব ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে মানুষকে আকৃষ্ট করতেন। তার ফেসবুক পেজে কয়েক লাখ অনুসারী রয়েছে। ভিডিও তৈরির নামে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন রাজ। বিভিন্ন নারীদের সঙ্গে সে ভুয়া পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা গড়ে তুলতো। একপর্যায়ে নারীদের ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন তিনি।
র্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে টিকটক ভিডিও তৈরি করে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতসহ নানারকম প্রতারণার অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ