নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও ব্রাহ্মণবাড়ীয়ায় পৃথক অভিযানে মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে পৃথক অভিযানে সাত জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৬ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, ঢাকা ও ব্রাহ্মণবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩।
এ সময় তাদের কাছ থেকে নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
আজ শনিবার বেলা সোয়া এগারোটায় র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সান নিউজ/এফএইচপি